ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্ধকারে আলোর পথ দেখালেন ইউপি সদস্য শরিফুল ইসলাম নিজস্ব অর্থায়নেই সোলার লাইট স্থাপন এস আলমের ২০০ একর জমি ক্রোকের আদেশ দিনাজপুরে সংগঠিত হয়ে গেল রংপুর বিভাগীয় কমিটির কর্মীসভা মনিরামপুরে বিএনপির ঐতিহাসিক ঐক্য: একক প্রার্থীর পক্ষে একতাবদ্ধ নেতা-কর্মীরা নেকমরদ সরকারি কলেজের প্রাচীর ঘেঁষে ঘর নির্মাণ রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি’র অভিযানে মাদক ও অস্ত্র সহ ৪ জন গ্ৰেফতার শ্যামনগর থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ০২ জন জলদস্যু গ্রেফতার চট্টগ্রামে করোনাভাইরাসে প্রথম মৃত্যু, আক্রান্ত বাড়ছে ধীরে ধীরে রংপুর জেলার গ্রাম-বাংলা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় খেজুর বরিশালের আগৈলঝাড়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে তুলে নিয়ে এক যুবক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে তুলে নিয়ে আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শনিবার (০৯ মার্চ ২০২৪) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের বাঁশবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে। তিনি ইউরিনিট নামক একটি স্পিনিং কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়েছি। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আজ (শনিবার) বিকেলে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে এক দফা ধস্তাধস্তি হয়। এরপর লোকজন তাদের দুজনকে দুই দিকে সরিয়ে দিয়ে ঝামেলা মীমাংসা করে দেয়। এর কিছুক্ষণ পর শহীদ (৪৫) ও ছেলে এহসান (১৮) আব্দুল্লাহকে জোরপূর্বক রাস্তার পাশে তুলে নেয়। মারধরের পর ধারালো ছুরি বের করে কয়েকটি আঘাত করে। আমার ডাক-চিৎকারে খুনিরা পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের মামা সাইদুল ইসলাম বলেন, ‘আব্দুল্লাহ দুপুরের পরপরই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দেখতে যায়। ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরে কয়েকজন এসে তাকে ধরে নিয়ে রাস্তায় পাশে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছুরি দিয়ে পরপর আরও কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত শহীদের সঙ্গে নিহত আব্দুল্লাহর অর্থ লেনদেন রয়েছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই খুনের ঘটনা।’

নিহতের বাবা শাহাদাত আলী বলেন, ‘অভিযুক্ত শহীদ জমি ক্রয় করে দেওয়ার জন্য আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। এরপর আমাকে চার মাস ধরে সে টালবাহানা করে ঘোরাচ্ছ। আমি চাপ সৃষ্টি করলে কয়েক দিন ধরে আমাকে এবং আব্দুল্লাহকে হুমকি-ধমকি দিচ্ছে।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য ইয়ার মাহমুদ বলেন, ভোরের বাংলা সাংবাদিকে বলেন, ‘প্রতিপক্ষের হামলা ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল হুদা বলেন, ‘রক্তাক্ত যুবককে তার স্বজনেরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

One thought on “গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে তুলে নিয়ে এক যুবক খুন

  1. I am extremely impressed together with your writing skills as well as with the structure to your
    weblog. Is this a paid subject or did you customize it your self?
    Anyway keep up the nice high quality writing,
    it is uncommon to look a great blog like this one these days.

    Leonardo AI x Midjourney!

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে তুলে নিয়ে এক যুবক খুন

আপডেট সময় : ০৬:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে তুলে নিয়ে আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শনিবার (০৯ মার্চ ২০২৪) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের বাঁশবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে। তিনি ইউরিনিট নামক একটি স্পিনিং কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়েছি। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আজ (শনিবার) বিকেলে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে এক দফা ধস্তাধস্তি হয়। এরপর লোকজন তাদের দুজনকে দুই দিকে সরিয়ে দিয়ে ঝামেলা মীমাংসা করে দেয়। এর কিছুক্ষণ পর শহীদ (৪৫) ও ছেলে এহসান (১৮) আব্দুল্লাহকে জোরপূর্বক রাস্তার পাশে তুলে নেয়। মারধরের পর ধারালো ছুরি বের করে কয়েকটি আঘাত করে। আমার ডাক-চিৎকারে খুনিরা পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের মামা সাইদুল ইসলাম বলেন, ‘আব্দুল্লাহ দুপুরের পরপরই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দেখতে যায়। ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরে কয়েকজন এসে তাকে ধরে নিয়ে রাস্তায় পাশে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছুরি দিয়ে পরপর আরও কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত শহীদের সঙ্গে নিহত আব্দুল্লাহর অর্থ লেনদেন রয়েছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই খুনের ঘটনা।’

নিহতের বাবা শাহাদাত আলী বলেন, ‘অভিযুক্ত শহীদ জমি ক্রয় করে দেওয়ার জন্য আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। এরপর আমাকে চার মাস ধরে সে টালবাহানা করে ঘোরাচ্ছ। আমি চাপ সৃষ্টি করলে কয়েক দিন ধরে আমাকে এবং আব্দুল্লাহকে হুমকি-ধমকি দিচ্ছে।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য ইয়ার মাহমুদ বলেন, ভোরের বাংলা সাংবাদিকে বলেন, ‘প্রতিপক্ষের হামলা ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল হুদা বলেন, ‘রক্তাক্ত যুবককে তার স্বজনেরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’