গাজায় বিমান থেকে খাদ্যসামগ্রী ছুড়বে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৫:১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
গাজায় বিমান থেকে খাদ্যসামগ্রী ছুড়বে যুক্তরাষ্ট্র
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র বিমান থেকে ত্রাণসামগ্রী ছুড়বে বলে জানান বাইডেন, তবে ঠিক কবে থেকে সেটি শুরু হবে, তা জানাননি তিনি।
ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলার মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র বিমান থেকে খাদ্য ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ছুড়বে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
ত্রাণসামগ্রীর জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের প্রাণঘাতী হামলার এক দিন পর শুক্রবার যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র বিমান থেকে ত্রাণসামগ্রী ছুড়বে বলে জানান বাইডেন, তবে ঠিক কবে থেকে সেটি শুরু হবে, তা জানাননি তিনি।
গাজায় বিভিন্ন সময়ে বিমান থেকে সহায়তার সামগ্রী ছুড়েছে জর্ডান, ফ্রান্সসহ বিভিন্ন দেশ।
‘আমাদের আরও বেশি কিছু করা দরকার এবং যুক্তরাষ্ট্র বেশি কিছু করবে’, প্রতিবেদকদের বলেন বাইডেন।
তিনি আরও বলেন, ‘গাজায় যে পরিমাণ সহায়তা যাচ্ছে, তা যথেষ্ট নয়।’
এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি জোর দিয়ে বলেন, আকাশ থেকে প্রয়োজনীয় সামগ্রী ছোড়ার বিষয়টি হবে টেকসই প্রচেষ্টা।
তিনি বলেন, এ প্রচেষ্টার প্রথম ধাপে ছোড়া হবে প্রস্তুতকৃত খাবার, যা কোনো প্রক্রিয়া ছাড়াই খাওয়া যাবে।
এ প্রক্রিয়া অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে কিরবি বলেন, এটা শুধু একবারের জন্যই করা হবে না।