গাইবান্ধার পলাশবাড়ীর আমলাগাছিবাজারে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী প্রতিবাদে দোকান বন্ধ করে অর্ধ বেলা অবরোধ পালিত

- আপডেট সময় : ১২:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী বাজারের ব্যবসায়ীদের উপর কয়েক দফায় হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে আধা বেলা অবরোধ করছেন দোকানদার ও এলাকাবাসী। সব শেষ গত কাল বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমলাগাছী আগপড়া গ্রামের সুলতান বিদেশির ছেলে রমজান মিয়া নেতৃত্বে একটি গ্রুপ অতর্কিত হামলা চালায় এতে গুরুতর আহত হন টুকু নামে এক ব্যক্তি সে বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । এর আগে ওই একই ব্যক্তি নেতৃত্বে গেল ১৬ তারিখে হামলার স্বীকার হন সেরাজুল, মজনু ও মজিবর মিয়া। এদের মধ্যে সেরাজুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে আই সি ইউ তে চিকিৎসা নিচ্ছেন। এছাড়ও আরো কয়েকজন ব্যবসায়ী এই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ সোমবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত আধাবেলা বাজারের ১৮০টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করেন ব্যবসায়ী ও এলাকাবাসীরা। তাদের দাবি দ্রুত সন্ত্রাসী রমজান আলীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক সেই সাথে এই বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।
আমলাগাছীর বাজার কমিটির সভাপতি ইউছুব মণ্ডল ও সাধারণ সম্পাদক শাহিন সরকার জানান, গেল প্রায় এক মাস ধরে এই সন্ত্রাসী গুষ্টিটির হামলা ও অত্যাচারে এই বাজারের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা বাহির থেকে এসে ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা করছে, যার ফলে ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভীতির মধ্যে দিনা ত্রিপাদ করছেন। বাজারে স্বাভাবিক ব্যবসায় পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। তাদের দাবি দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।
আমলাগাছি বাজারে ১৮০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে সর্বমোট কর্মরত রয়েছে প্রায় ৩৫০ জন ব্যক্তি।
I’m extremely inspired along with your writing abilities and also with the structure
in your blog. Is that this a paid topic or did you modify it yourself?
Either way keep up the excellent high quality writing, it is rare to look a nice
blog like this one today. Snipfeed!