গাইবান্ধায় ৫ নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ১০:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় সোয়া ৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে এই মাদকে জড়িত ৫ নারীসহ ১০ কারবারিকে গ্রেফতার করা হয়।
গত রোববার (২৪ মার্চ) রাতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন, আর্জিনা বেগম, ইছপা খাতুন, সায়েবা খাতুন, সাহেব আলী, আসমা খাতুন, রহিম শেখ, শামসুল আলম, আব্দুর রাজ্জাক, রাসেল মিয়া ও জাকিরুল ইসলাম।
পুলিশ সুপার কামাল হোসেন জানান, রোববার বিভিন্ন সময়ে পৃথকভাবে অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। এসময় গোবিন্দগঞ্জ পুলিশ একাধিক পরিবহন থেকে সোয়া ৬ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করছে। এদিকে সাদুল্লাপুর পুলিশ জব্দ করেছে ২০ বোতল ফেনসিডিল। দুই থানায় নারীসহ ১০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা