গাইবান্ধায় ১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতর

- আপডেট সময় : ১২:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতর
গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবাসহ রোকনুজ্জামান ওরফে ইমরান (৩২) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। গ্রেফতারকৃত রোকনুজ্জামান ওরফে ইমরান সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের গোলাপ মিয়ার পুত্র।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্ততে সদর থানার এসআই(নিঃ) মোবারক আলী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রোববার (২৫ ফেব্রুয়ারী) রাত্রি আনুমানিক ১টায় উপজেলার
রাধাকৃষ্ণপুর গ্রামস্থ সাদ্দাম মিয়া এর পরিত্যাক্ত বসতবাড়ীতে অভিযান চালায়। এসময় ১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রোকনুজ্জামান ওরফে ইমরানকে গ্রেফতার করে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক ৩৬(১) সারণির ১০(ক)/১৪(গ)/৪১ ধারায় একটি মামলা (নম্বর-২৮/২০২৪) দায়ের করা হয়েছে।
I’m extremely impressed with your writing talents as neatly as with the structure on your blog. Is this a paid theme or did you customize it your self? Either way stay up the nice high quality writing, it’s uncommon to look a great weblog like this one these days!