গাইবান্ধায় হাছনা হেনা নার্সিং কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- আপডেট সময় : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় হাছনা হেনা নার্সিং কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার হাছনা হেনা নার্সিং কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর।
হাছনা হেনা নার্সিং কলেজের পরিচালক ডা: শহীদুজ্জামান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডা: আব্দুল মালেক সরকার, হাছনা হেনা নার্সিং কলেজের চেয়ারম্যান ডা: এসএম বেলাল, অধ্যক্ষ তানজিলা আফরোজ, ডায়াগনষ্টিক ও নার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বিপ্লব, সিভিল সার্জন কার্যালয়ের সহকারি জেলা পাবলিক হেলথ নার্স নাজমা পারভীন, শিক্ষার্থী নুসরাত জাহান, নিলুফা ইয়াসমিন ও সুজন মিয়া প্রমুখ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহানাজ আমিন মুন্নি।