গাইবান্ধায় পদ্মরাজ ট্রেনের ধাক্কায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

- আপডেট সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধায় পদ্মরাজ ট্রেনের ধাক্কায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।
গাইবান্ধায় পদ্মরাজ ট্রেনের ধাক্কায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল আনুমানিক সাড়ে ৪টায় সদর উপজেলার কামার পড়া-কুপতলা রেল রুটের হাজ্বী গেটের উত্তরে জনৈক মজনু মিলিটারির বাড়ির সামনে।
স্থানীয়রা জানান, ওই অজ্ঞাত ব্যক্তি সম্ভবত রেল লাইনের ধার দিয়ে পায়ে হেটে উত্তর দিক হতে দক্ষিনে হাজ্বী গেটের দিকে আসতে ছিল। পথিমধ্যে জনৈক মজনু মিলিটারির বাড়ির সামনে আসলে পিছন দিক থেকে আসা পদ্মরাজ ট্রেন ধাক্কা দেয়। এ সময় ওই অজ্ঞাত ব্যক্তি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তাৎক্ষনিকভাবে বিষয়টি জানাজানি হলে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে ঘটনাস্থলে অসংখ্য নারী-পুরুষের ভীড় জমে। তাদের ধারনা ওই ব্যক্তি মানুষিকরোগী ছিল।
এ ঘটনায় লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও স্থানীয় ইউপি সদস্য মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খবর পেয়ে গাইবান্ধা রেলওয়ে ফারি থানার আইসি ফারুক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে সুরুতহাল রিপোর্ট সংগ্রহ পূর্বক লাশ মর্গে পাঠান