গাইবান্ধায় তীব্র গরমে অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু

- আপডেট সময় : ০৭:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে তীব্র গরমে অসুস্থ হয়ে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের) কাজ করতে গিয়ে মারা গেলেন শ্রমিক সর্দার জহুরুল ইসলাম (৫৫)। মৃত জহুরুল ইসলাম উপজেলার জয়েনপুর গ্রামের মকবুল হোসেন খাঁ ওরফে ছোট গেদার ছেলে। তিনি অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের) উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শ্রমিক সর্দার ছিলেন।
গত সোমবার (২৯ এপ্রিল ) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের পিছনে মাটি কাজের তদারকী করার সময় তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে মারা যান।
উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা জানান, জহুরুল ইসলাম ওই এলাকায় মাটি কাটা কাজ তদারকী করার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুরঞ্জন কুমার জানান, তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তিনি আরও জানান, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।