গাইবান্ধায় জাতীয় বীমা দিবস পালিত।
- আপডেট সময় : ০২:০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় জাতীয় বীমা দিবস পালিত।
জাতীয় বীমা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। র্যালিটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী ।
জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানী গাইবান্ধার সহকারি উন্নয়ন ব্যবস্থাপক মো. আসোয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি জাহিদ হাসান সিদ্দিকী ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, রাসেল,রমানাথ বর্মন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এ্যাসিস্টেন্টে জেনারেল ম্যানেজার এটিএম সাবুদ মিয়া, ধনেশ্বর, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর আব্দুল কুদ্দুস, জুয়েল মিয়াসহ আরো অনেকেই।