গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী (অভি)

- আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মুক্তার হোসাইন,(চট্টগ্রাম প্রতিনিধি)
শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে ঘুরে ঘুরে ছিন্নমূল দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন
রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভি, সোমবার দিবাগত গভীর রাতে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন হয়ে রাউজান জলিল নগর বাস স্ট্যান্ড মুন্সির গাটা গহিরা সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ফকিরহাট বাজারে প্রায় ২০০ টি শীতবস্ত্র (কম্বল) সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন রাউজানের অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাগবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি
কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা যুবতলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভি’র এর হাতে শীতবস্ত্র (কম্বল) দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
রাউজানের এক হতদরিদ্র দরিদ্র রিকশাচালক বলেন কয়েকদিন ধরে শীত পড়ছে। আমি রাতে পিঠা বেচি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে।
এসময় ইসতিয়াক চৌধুরী অভি বলেন বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। এই শীতে কোনো অসহায় পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছি। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়েছিলাম। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদল এর সদস্য আবচার উদ্দিন,উপজেলা যুবদল নেতা মহিউদ্দিন খান,এনায়েত হোসেন, আবদুল মোনাফ পাহাড়তলী ইউনিয়ন যুবদল সদস্য সচিব আজিজুল রহমান,বেতাগী ইউনিয়ন যুবদল এর সিঃ যুগ্ম আহবায়ক আবু হাসনাত মুন্না, পাহাড়তলী ইউনিয়ন যুবদল এর যুগ্ন আহবায়ক জাকির হোসেন,যবদল নেতা মোহাম্মদ শাহিন, বাগোয়ান ইউনিয়ন যুবদল নেতা আলতাফ উদ্দিন চৌধুরী টুটুল, মনির হোসেন,ছাত্রদল নেতা আরমান কাদের মিয়াজী, জাওয়াদ নূর চৌধুরী, মঈন উদ্দিন কাদের চৌধুরী আদিব,তাইসির চৌধুরী তানিম।