ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে — মির্জা আলমগীর ডাক্তার শহিদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জি এম আব্বাস উদ্দিন ঢাকা সাভারে জামিনে বের হয়ে বাদীর স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টা ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার ২৫ দেশে প্রথমবারের কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১২ ও ১৩ ফেব্রুয়ারি জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের ব্যাতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা ঢাকা সাভারে ভোটারদের বায়োমেট্রিক নিবন্ধনে ভোগান্তি রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডে শীতার্তদের কম্বল বিতরণ সোমা মুখলেছ মডেল স্কুল এন্ড কলেজে ২য় বার্ষিক ক্রীড়া, বিচিত্রা ও নাট্যানুষ্ঠান 

গবেষণার সুফল কাগজে-কলমে না রেখে কৃষকের দোরগোড়ায় পৌঁছাক: বাকৃবি উপাচার্য

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘বিজ্ঞান ও গবেষণার ফল কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ না থেকে যেন বরং তা কৃষকের দোরগোড়ায় পৌঁছায়। কৃষক যেন সহজেই উদ্ভাবনগুলোর ব্যবহারিক সুবিধা পেতে পারেন, সেদিকে আমাদের গুরুত্ব দেওয়া জরুরি।’বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘প্রাণীর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর) কর্তৃক আয়োজিত ৩১তম বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বাকৃবিসহ দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও ৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধির পাশাপাশি দেশি-বিদেশি পাঁচ শতাধিক গবেষক, প্রাণী চিকিৎসক ও শিক্ষার্থী অংশ নিয়েছেন। সম্মেলনে ১২টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে ৯০টি গবেষণাপত্র মৌখিকভাবে উপস্থাপন করা হবে, পাশাপাশি ১৬২টি পোস্টার প্রদর্শিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্বমান বজায় রাখতে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোয়ালিটি ধরে রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার। তাই গবেষক, উদ্যোক্তা এবং নতুন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান—তারা যেন সর্বোচ্চ মান নিশ্চিত করতে কাজ করেন। ২৫-৩০ বছর আগে খামারিরা যেভাবে রোগ সামলাতেন, আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখন খামারিরা দ্রুত মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এবং উন্নত পদ্ধতিতে সমস্যার সমাধান খোঁজেন।’
তাছাড়া কম সময় ও কম খরচে জ্ঞান ও দক্ষতা বাড়াতে এবং ভেটেরিনারিয়ানদের নলেজ আপডেট রাখতে ভার্চুয়াল লার্নিং বা অনলাইন মিটিংয়ের উপরও তিনি গুরুত্বারোপ করেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান ও ইন্টার অ্যাগ্রো বিডির ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খশরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএসভিইআরের ৩১তম বার্ষিক সম্মেলন বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা, ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঞা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুনসহ আয়োজক কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, ‘বিএসভিইআর গবেষণার উন্নয়ন, নতুন ধারণার প্রচলন এবং লাভজনক উন্নয়নকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগটি পশু চিকিৎসক এবং গবেষকদের সক্ষমতা বাড়িয়ে, টেকসই সমাধান প্রদান করে যা প্রাণী ও জনস্বাস্থ্যকে রক্ষা করতে সাহায্য করে। আমি বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান থেকে আসা বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণ দেখে আনন্দিত। এই বহুমুখী অংশগ্রহণ বিশ্ব স্বাস্থ্য পন্থার প্রতিফলন যা মানব, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সংক্রান্ত আন্তঃসংযোগ সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রিসালাত আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

গবেষণার সুফল কাগজে-কলমে না রেখে কৃষকের দোরগোড়ায় পৌঁছাক: বাকৃবি উপাচার্য

আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘বিজ্ঞান ও গবেষণার ফল কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ না থেকে যেন বরং তা কৃষকের দোরগোড়ায় পৌঁছায়। কৃষক যেন সহজেই উদ্ভাবনগুলোর ব্যবহারিক সুবিধা পেতে পারেন, সেদিকে আমাদের গুরুত্ব দেওয়া জরুরি।’বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘প্রাণীর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর) কর্তৃক আয়োজিত ৩১তম বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বাকৃবিসহ দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও ৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধির পাশাপাশি দেশি-বিদেশি পাঁচ শতাধিক গবেষক, প্রাণী চিকিৎসক ও শিক্ষার্থী অংশ নিয়েছেন। সম্মেলনে ১২টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে ৯০টি গবেষণাপত্র মৌখিকভাবে উপস্থাপন করা হবে, পাশাপাশি ১৬২টি পোস্টার প্রদর্শিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্বমান বজায় রাখতে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোয়ালিটি ধরে রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার। তাই গবেষক, উদ্যোক্তা এবং নতুন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান—তারা যেন সর্বোচ্চ মান নিশ্চিত করতে কাজ করেন। ২৫-৩০ বছর আগে খামারিরা যেভাবে রোগ সামলাতেন, আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখন খামারিরা দ্রুত মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এবং উন্নত পদ্ধতিতে সমস্যার সমাধান খোঁজেন।’
তাছাড়া কম সময় ও কম খরচে জ্ঞান ও দক্ষতা বাড়াতে এবং ভেটেরিনারিয়ানদের নলেজ আপডেট রাখতে ভার্চুয়াল লার্নিং বা অনলাইন মিটিংয়ের উপরও তিনি গুরুত্বারোপ করেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান ও ইন্টার অ্যাগ্রো বিডির ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খশরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএসভিইআরের ৩১তম বার্ষিক সম্মেলন বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা, ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঞা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুনসহ আয়োজক কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, ‘বিএসভিইআর গবেষণার উন্নয়ন, নতুন ধারণার প্রচলন এবং লাভজনক উন্নয়নকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগটি পশু চিকিৎসক এবং গবেষকদের সক্ষমতা বাড়িয়ে, টেকসই সমাধান প্রদান করে যা প্রাণী ও জনস্বাস্থ্যকে রক্ষা করতে সাহায্য করে। আমি বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান থেকে আসা বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণ দেখে আনন্দিত। এই বহুমুখী অংশগ্রহণ বিশ্ব স্বাস্থ্য পন্থার প্রতিফলন যা মানব, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সংক্রান্ত আন্তঃসংযোগ সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রিসালাত আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ