গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা নেই সরকারের: আরাফাত

- আপডেট সময় : ১২:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

দৈবাচি ডেস্ক :
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে শনিবার জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
রাজধানীর গুলশান ক্লাবে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্য সংবাদপত্রের প্রকাশনার ৫০ বছর ও ২৫ বছর পূর্তিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান বলে বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের যদি গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা থাকত, তাহলে দেশে এত সংবাদমাধ্যম বাড়ানোর অনুমতি দেয়া হতো না।’
তিনি বলেন, ‘দেশে গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি সংবাদপত্রের স্বাধীনতারই প্রতিফলন।’
নোয়াব সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় উল্লেখ করে আরাফাত বলেন, গত ১৫ বছরে দেশ গণমাধ্যমের ব্যাপক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে।
তিনি বলেন, ‘সরকারের যদি গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা থাকত, তাহলে সংবাদমাধ্যমের সংখ্যা বাড়তে দিত না। কারণ অধিক সংখ্যায় সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করা আরও কঠিন।’
প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বৈজ্ঞানিক প্রমাণ, যথাযথ তথ্যউপাত্ত দিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
আরাফাত আরও বলেন, ‘আমরা সমালোচনা গ্রহণের জন্য একেবারে প্রস্তুত এবং আপনার মতামত শুনতে ইচ্ছুক। আমরা বিশ্বাস করি না যে, আমাদের কোনো ব্যর্থতা বা ভুল নেই।