ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির ঠাকুরগাঁওয়ের প্রার্থীদের নাম ঘোষণা সাতক্ষীরার চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা আগৈলঝাড়া মসজিদের ইমামের উপর প্রতিপক্ষের হামলা রাণীশংকৈলে অসময়ে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি.. হতাশাগ্রস্ত কৃষক সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ কার্তিকের অতিরিক্ত বৃষ্টিতে বাড়ি ভেঙে অসহায়, সহযোগিতা কামনা ফেনী পৌরসভার মধ্যম বিরিঞ্চির আব্দুস সোবহান মুন্সীর ইন্তেকাল দুমকিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎উপজেলা পর্যায়ে গ্ৰাম আদালত কার্যক্রমের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ‎ কোয়েপাড়ায় সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

গংগাচড়ায় পৈতৃক সম্পত্তি গায়ের জোরে দখল করার অভিযোগ

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

গংগাচড়ায় পৈতৃক সম্পত্তি গায়ের জোরে দখল করার অভিযোগ

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:-

রংপুরের গঙ্গাচড়া থানার গজঘন্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়া গ্ৰামের, মোঃ আলী হোসেন এর পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি,যাহার মৌজা-জয়দেব,জে এল নং-৫৫, সাবেক খতিয়ান নং -১৪০২, সাবেক দাগ নং -১৪৬৬,আর এস খতিয়ান ১৪৬৬, আর এস দাগ নং -৪৮৬৫, জমির পরিমাণ ০৪শতক। এই জমি দীর্ঘ দিন থেকে মোঃ আলী হোসেন ভোগ দখল করিয়া আসিতেছে।
গত ২২-০৩-২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ৩.১০ ঘটিকায় বিবাদী ( ১) মোঃ মকসুদার রহমান (২) মোঃ আজগর আলী,(৩) মোঃ রিপন মিয়া,(৪) মোঃ জনি মিয়া,(৫) মোঃ মুকুল মিয়া,(৬) মোঃ শহিদুল ইসলাম। সর্ব সাং একনাথ, গজঘন্টা, গঙ্গাচড়া, রংপুর।
এই বিবাদী গন বিভিন্ন সময়ে আমার ভোগ দখলীয় উক্ত তফশিল বর্নিত জমি গায়ের জোরে জবর দখল করার চেষ্টা করিয়া আসিতেছে।
এমনি পর্যায়ে ২২-০৩-২৪ তারিখে বিবাদী গন একত্রিত হইয়া, হাতে লাঠি সোটা, লোহার রড,দা,ছোড়া-বল্লম সহ প্রভৃতি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া আমার ভোগ দখলীয় উক্ত জমির পার্শ্বে আসিয়া, জমি বেদখল দেওয়ার উদ্দেশ্যে জমির সীমানা খুঁটি উপরাইতে থাকে।
আমার ছেলে মোঃ জাহিদ হাসান (১৭), বর্ণিত বিবাদী গনের উক্ত রুপ, কার্যকলাপ প্রত্যক্ষ করিয়া ঘটনা স্থলে আসিলে, বিবাদী গন আমার ছেলেকে উদ্দেশ্য করিয়া অশালীন ভাষায় গালিগালাজ করিতে থাকে।
এক পর্যায়ে বিবাদী গন আমার ছেলের উপর ক্ষিপ্ত হইয়া আমার ছেলের উপর লাঠি সোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারপিট করিয়া ফুলাছিলা ও রক্তাক্ত জখম করে। ছেলের আর্তচিৎকার শুনিয়া বিবাদী গনের কাছ থেকে আমার ছেলেকে উদ্ধারের জন্য ঘটনা স্থলে আসিলে, বর্ণিত মুকুল মিয়া আমাকেও এলোপাথাড়ি মারপিট করিয়া ফুলাছিলা ও জখম করে।
আমাদের আর্তচিৎকারে এলাকার লোকজন আমাদেরকে বিবাদী গনের কবল হইতে আমাদেরকে উদ্ধার করে এবং বিবাদী গন সেই সাথে আমাকে প্রাননাশের হুমকি প্রদান করে।
পরে ঘটনা স্থলেই আমার ছেলের শারীরিক অবস্থার অবনতি হইলে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। পরে আমি এ বিষয়ে গংগাছড়া থানায় অভিযোগ দায়ের করি। এই বিবাদী গনের হাত থেকে আমার পরিবার ও পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিটি রক্ষা করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে গংগাছড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন হাসান এর সঙ্গে মুঠোফোনে কথা বললে, উনি জানান এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

গংগাচড়ায় পৈতৃক সম্পত্তি গায়ের জোরে দখল করার অভিযোগ

আপডেট সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

গংগাচড়ায় পৈতৃক সম্পত্তি গায়ের জোরে দখল করার অভিযোগ

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:-

রংপুরের গঙ্গাচড়া থানার গজঘন্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়া গ্ৰামের, মোঃ আলী হোসেন এর পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি,যাহার মৌজা-জয়দেব,জে এল নং-৫৫, সাবেক খতিয়ান নং -১৪০২, সাবেক দাগ নং -১৪৬৬,আর এস খতিয়ান ১৪৬৬, আর এস দাগ নং -৪৮৬৫, জমির পরিমাণ ০৪শতক। এই জমি দীর্ঘ দিন থেকে মোঃ আলী হোসেন ভোগ দখল করিয়া আসিতেছে।
গত ২২-০৩-২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ৩.১০ ঘটিকায় বিবাদী ( ১) মোঃ মকসুদার রহমান (২) মোঃ আজগর আলী,(৩) মোঃ রিপন মিয়া,(৪) মোঃ জনি মিয়া,(৫) মোঃ মুকুল মিয়া,(৬) মোঃ শহিদুল ইসলাম। সর্ব সাং একনাথ, গজঘন্টা, গঙ্গাচড়া, রংপুর।
এই বিবাদী গন বিভিন্ন সময়ে আমার ভোগ দখলীয় উক্ত তফশিল বর্নিত জমি গায়ের জোরে জবর দখল করার চেষ্টা করিয়া আসিতেছে।
এমনি পর্যায়ে ২২-০৩-২৪ তারিখে বিবাদী গন একত্রিত হইয়া, হাতে লাঠি সোটা, লোহার রড,দা,ছোড়া-বল্লম সহ প্রভৃতি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া আমার ভোগ দখলীয় উক্ত জমির পার্শ্বে আসিয়া, জমি বেদখল দেওয়ার উদ্দেশ্যে জমির সীমানা খুঁটি উপরাইতে থাকে।
আমার ছেলে মোঃ জাহিদ হাসান (১৭), বর্ণিত বিবাদী গনের উক্ত রুপ, কার্যকলাপ প্রত্যক্ষ করিয়া ঘটনা স্থলে আসিলে, বিবাদী গন আমার ছেলেকে উদ্দেশ্য করিয়া অশালীন ভাষায় গালিগালাজ করিতে থাকে।
এক পর্যায়ে বিবাদী গন আমার ছেলের উপর ক্ষিপ্ত হইয়া আমার ছেলের উপর লাঠি সোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারপিট করিয়া ফুলাছিলা ও রক্তাক্ত জখম করে। ছেলের আর্তচিৎকার শুনিয়া বিবাদী গনের কাছ থেকে আমার ছেলেকে উদ্ধারের জন্য ঘটনা স্থলে আসিলে, বর্ণিত মুকুল মিয়া আমাকেও এলোপাথাড়ি মারপিট করিয়া ফুলাছিলা ও জখম করে।
আমাদের আর্তচিৎকারে এলাকার লোকজন আমাদেরকে বিবাদী গনের কবল হইতে আমাদেরকে উদ্ধার করে এবং বিবাদী গন সেই সাথে আমাকে প্রাননাশের হুমকি প্রদান করে।
পরে ঘটনা স্থলেই আমার ছেলের শারীরিক অবস্থার অবনতি হইলে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। পরে আমি এ বিষয়ে গংগাছড়া থানায় অভিযোগ দায়ের করি। এই বিবাদী গনের হাত থেকে আমার পরিবার ও পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিটি রক্ষা করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে গংগাছড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন হাসান এর সঙ্গে মুঠোফোনে কথা বললে, উনি জানান এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।