খেলাধুলা যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে : কাজী আলাউদ্দীন
- আপডেট সময় : ১১:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়ার কাকবাসিয়া ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, একমাত্র খেলাধুলা যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে। যুব সমাজকে মাদকাসক্ত ও অনলাইন জুয়ার থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই। যুবকরা এদেশের ভবিষ্যৎ, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
শুক্রবার (৫ ডিসেম্বর) কাকবাসিয়ায় ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি আরো বলেন, আমি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম করবো। এই পশ্চাৎ অঞ্চলে টেঁকসই বেঁড়িবাধ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, সুপ্রিয় পানির ব্যবস্থা, উন্নত মানের রাস্তাঘাট তৈরি করে আশাশুনি উপজেলাকে আধুনিকায়ন করবো। আশাশুনিয়া উপজেলাকে একটি মডেল ইকোনমিক জোন তৈরি করবো। যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে বেরিয়ে এনে খেলাধুলামুখী করবো। আনুলিয়া ইউনিয়নে আমি একটি দৃষ্টিনন্দন গ্যালারি নির্মাণ করবো। আপনারা দেখেছেন যেখানে খেলাধুলার আয়োজন করা হচ্ছে আমি সেখানেই অংশগ্রহণ করে যুবকদেরকে উৎস অনুপ্রেরণা দিচ্ছি।
এসময় প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন, আশাশুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউরুল হুদা তুহিন, মহিলাদল নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম, কাকবাসিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মনিরুজ্জামান নয়ন প্রমুখ।
আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, ব্যাটমচেউটিয়া অগ্রণী ক্লাব, সাতক্ষীরা যুগের বার্তা, সুন্দরবন ফিস, সাগর ভেটানারি হল, বাপ্পিরাজ গার্মেন্টস, দরগাপুর ক্লাব, সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব ও সাতক্ষীরা পৌরসভা।



















