সংবাদ শিরোনাম :
খুলনার ফলের আড়ত গুলোতে তরমুজ কেনাবেচার ঢল
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
খুলনার ফলের আড়ত গুলোতে তরমুজ কেনাবেচার ঢল।
হাসিবুর রহমান -উপজেলা প্রতিনিধি, খুলনা।
ব্যবসায়ীদের মতে এবার রোজা এসেছে এমন একটা সময় যে সময় ফলের উৎপাদন একটু কম থাকে।সাথে কিছুটা তো গরম আছেই। মানুষ সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় তৃষ্ণার্ত থাকে।আর যে ফলে বেশী পানি থাকে সেগুলোই একজন রোজাদারের তৃষ্ণা মেটাতে ও ক্লান্তি দুর এবং শারীরিকভাবে সতেজ করতে
পানিজাতীয় ফলগুলো অগ্রনী ভুমিকা পালন করে।
আর তরমুজ ফলটা খুবই সুস্বাদু এবং এতে প্রচুর পরিমাণে পানি থাকে। যার ফলে আড়ত গুলোতে প্রচুর পরিমাণে তরমুজ বিক্রিয়ায় হচ্ছে।
তবে বিশেষ করে ফলগুলো চড়াদামে বিক্রয় করা হচ্ছে। তবুও কেনাবেচার কোন কমতি নেই।
কৃষকেরাও আগাম জাত তরমুজ উৎপাদন করে এই সময় বাজারজাত করতে পারাই খুবই সুবিধাজনক মনে করছেন। কারণ এসময়ই তরমুচের খুব চাহিদা থাকে।