খুলনায় ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন

- আপডেট সময় : ০৯:৫৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
খুলনায় সকাল থেকেই ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে খুলনা ব্লাড ব্যাংক নামে একটি সামাজিক সংগঠন। সুলভ মূল্যে মাংস পাওয়ায় সকাল আটটা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে মাংস সংগ্রহ করে। মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মোজাম্মেল হক। রমজানে মানুষের পুষ্টি চাহিদা মিটানো এবং একই সাথে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে এমন উদ্যোগ নিয়েছে মানবিকের সংগঠনটি। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই জাতীয় উদ্যোগে সকলকে এগিয়ে আসা উচিত। অপরদিকে যারা মাংস কিনতে আসে তারা বলেছে সুলভ মূল্যে মাংস পাওয়ায় তারা সহজেই পরিবারের জন্য গরুর মাংস কিনতে পারছে। সকল শ্রেণীর শ্রেণী পেশার মানুষের জন্য এই মাংস বিক্রি করা হচ্ছে বলেও জানান আয়োজকরা।