খুলনাতে নব নির্বাচিত এমপি আব্দুস সালাম গার্মেন্টস নির্মানের আশ্বাস দিলেন।
- আপডেট সময় : ০১:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে
খুলনা “১৩ খেদা দিঘলিয়া উপজেলার নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয় বেকারত্ব দূরীকরণের জন্য দিঘুলিয়া উপজেলার বেকার মানুষের জন্য গার্মেন্টস নির্মাণের আশ্বাস দিলেন।
আজ দিঘলিয়া উপজেলার স্টার গেটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। দিঘলিয়া উপজেলার মানুষ স্টার জুট মিলের ওপর কর্ম নির্ভর ছিলেন। সরকারি ভাবেই মিলটি বন্ধ হয়ে যায়, সেই সাথে কর্ম হারান শত শত কর্মজীবী মানুষ। এই অঞ্চলে তেমন কোনো বড় মিল কল কারখানা নেই যার ফলে বেকারত্ব সহ মানুষের জীবনযাত্রার মান অসহায় ও কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন এলাকার মানুষ কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছে।
এ পর্যন্ত বিভিন্ন এমপি, বিভিন্নভাবে মিলগুলো চালু করার আশ্বাস দিয়েছেন ভোটের আগে কিন্তু ভোটের পরে সেটার হয়ে ওঠেনি। আজ গণ সংবর্ধনা অনুষ্ঠানে সালাম মুর্শিদি মানুষের এই অভাবনীয় জীবনযাত্রার মান পরিবর্তন করতে এবং বেকারত্ব দূর করার জন্য গার্মেন্টস নির্মাণের কথা বলেছেন। এছাড়া তিনি আরও উন্নয়নমূলক বক্তব্য রাখেন।