খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেটের ফাইনালে কাল মাঠে থাকছে পদার্থবিজ্ঞান বনাম স্থাপত্য
- আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেটের ফাইনালে কাল মাঠে থাকছে পদার্থবিজ্ঞান বনাম স্থাপত্য
খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনালে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন ও স্থাপত্য ডিসিপ্লিন। আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ০৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা শেষে বেলা ০১ টায় খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা, মাননীয় উপ-উপাচার্য এবং মাননীয় ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর খান গোলাম কুদ্দুস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ও মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, ছাত্রবিষয়ক পরিচাল (চলতি দায়িত্ব) খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. আহসান হাবীব।