খুবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতায় আইন ডিসিপ্লিনের সেমিনার

- আপডেট সময় : ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি:সঞ্চিতা সরকার
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের উদ্যোগে ‘উচ্চশিক্ষায় মানসিক স্বাস্থ্য: একাডেমিক ও ব্যক্তিগত প্রতিকূলতা মোকাবিলা’ শীর্ষক সচেতনতামূলক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই (শুক্রবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষাজীবনে একাডেমিক চাপে নয়, বরং সামাজিক ও আর্থিক সংকটে শিক্ষার্থীরা অধিক মানসিক চাপে পড়ে, যা অনেক সময় হতাশা ও আত্মঘাতী চিন্তার জন্ম দেয়।
তিনি আরও বলেন, মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হলে একে অপরের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা জরুরি। পাশাপাশি বন্ধু, পরিবার কিংবা শিক্ষকের সঙ্গে খোলামেলা আলোচনার অভ্যাস গড়ে তুলতে হবে। ধর্মীয় ও নৈতিক চেতনায় অবিচল থাকা মানসিক স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সেমিনারে সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর পুনম চক্রবর্ত্তী এবং স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এস. এম. হায়াত মাহমুদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘মাইন্ডউইজ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান মনোবিজ্ঞানী ফয়সাল আহমেদ রাফি। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেসিয়া হোসেন জেরিন ও শুভ্রদেব সিং। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।