খুবিতে নৈয়ায়িক এর ‘ফোর্থ ইন্টারনেশনাল ডিবেট ‘ কম্পিটিশন শুরু হচ্ছে আগামীকাল

- আপডেট সময় : ০৯:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি,সঞ্চিতা সরকার: আগামী ২২ আগস্ট (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী “ফোর্থ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন ২০২৫”। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব নৈয়ায়িক -এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা অংশ নেবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ সমাজকে যুক্তিবাদী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সমসাময়িক, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক নানা ইস্যুতে যুক্তি-তর্ক উপস্থাপন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শেষে আগামী ২৩ আগস্ট বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে—বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজলাল কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।
নৈয়ায়িক বিতর্ক ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “এই আয়োজন তরুণ প্রজন্মের মুক্ত চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করবে।”