খাজুরা মনিন্দ্র নাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ব্যাচ-২০১৩ ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:২২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
“স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” এই স্লোগানে শুরু হয়, খাজুরা মনিন্দ্র নাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ব্যাচ-২০১৩ ১ম পুনর্মিলনী অনুষ্ঠান।
খাজুরা মনিন্দ্র নাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় এর বর্তমান প্রধান শিক্ষিকা মোছাঃ নুরুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের অভিভাবক মন্ডলীর সদস্য, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন দেলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজুরা মনিন্দ্র নাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ বজলুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আব্দুল হাই, সিনিয়র শিক্ষক মোঃ হারুনুর রশিদ, সিনিয়র শিক্ষক জাকির হোসেন মিনি, সিনিয়র শিক্ষক মোঃ আনিসুর রহমান ও সিনিয়র শিক্ষক সুজিত কুমার।
উক্ত অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, সুলতান মাহমুদ টিপু, সুলাইমান কবির রাব্বি, তানজিম মিনহাজ, রুবেল হোসেন ও সুজন মাহমুদ।
এছাড়া উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ হেলাল উদ্দিন, সোহাগ হোসেন, ইসমাইল আহমেদ হিমেল, আশিকুর রহমান মুন্না ও আবু তালেব।