খাজুরার স্বনামধন্য নয়ন স্যারের উদ্যোগে জামকালো আলকেমিস্ট ক্রিকেট লীগ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৪৬৮ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
খাজুরার আলোচিত স্বনামধন্য রসায়ন শিক্ষক মোহাম্মদ নয়ন তার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রদের নিয়ে জামকালো ভাবে আলকেমিস্ট ক্রিকেট লীগ-২০২৫ আয়োজন করেন।
গত ২৬ শে ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১০ টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে যশোর সদর উপজেলার হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শুরু হয়।
উক্ত আলকেমিস্ট ক্রিকেট লীগে ৪ টি দল অংশগ্রহন করেন। প্রথম পর্বের খেলা শেষে দুপুরে সকলের জন্য খাবারের ব্যবস্থা করেন। দুপুরের খাবার শেষে কিছু সময় রেস্ট করে দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়।
বিকালে ৪ দলের উপস্থিতিতে চ্যাম্পিয়ন দল (মেন্ডলিভস নাইটস) ও রানার্সআপ দল (কেমিক্যাল লিজেন্ড) দলের মধ্যে পুরষ্কার প্রদান করেন।
আলকেমিস্ট ক্রিকেট লীগ দেখতে যাওয়া মোঃ আকাশ হোসেন নামের একজন ছাত্রের কাছে এই টুর্নামেন্ট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেনঃ নয়ন স্যার খাজুরা ও তার পাশ্ববর্তী এলাকা সহ যশোরে বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থীদের এক আস্থার নাম। তিনি আধুনিক পদ্ধতিতে পাঠদান সহ, হাতেকলমে শিক্ষা, খেলাধুলা ইত্যাদি বিষয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছেন। তিনি গত বছরও আলকেমিস্ট ক্রিকেট লীগ-২০২৪ এর আয়োজন করে ছিলেন। তারই ধারাবাহিকতায় এই বছরও আলকেমিস্ট ক্রিকেট লীগ-২০২৫ এর আয়োজন করেন।
মেহাম্মদ নয়ন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের সন্তান। তিনি সরকারি খাজুরা কলেজের প্রাক্তন ছাত্র ও যশোর জেলার শ্রেষ্ঠ সামাজিক সংগঠন “কে আর এস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন” এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি নানা সময়ে বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন এবং ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করেন।