সংবাদ শিরোনাম :
খাজুরায় ওয়ালটন শো-রুম থেকে চুরির সময় আটক ১

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি,যশোর:রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে খাজুরা বাজার বাসস্ট্যান্ডের ওয়ালটন শো-রুমের ৩ তলা থেকে চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন নূর হোসেন নামে একজন। এই সময় তার কাছ থেকে চুরির মালামাল (সিসি ক্যামেরা, বৈদ্যুতিক তার, টিভির সরঞ্জাম, সুইচ সহ ইত্যাদি) পাওয়া গিয়েছে।
তাছাড়া চোরের কাছ থেকে একটি হাত ব্যাগ পাওয়া গিয়েছে, ব্যাগের মধ্যে একটি মাদ্রাসার টাকা আদায়ের রশিদ বই সহ ১ পিচ ইয়াবা ও সামান্য পরিমাণ গাঁজা পাওয়া সহ মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গিয়েছে।
স্থানীয় জনতা মারামুখী ভাব দেখে দ্রুত খাজুরা পুলিশ ক্যাম্পের খবর দেওয়া হয়। পরবর্তী-তে খাজুরা পুলিশ ক্যাম্পের এএসআই মোঃ রাশেদ হোসেন উপস্থিতে চোরকে খাজুরা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।