খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নারী উন্নয়নকর্মী মিজ শেফালিকা ত্রিপুরা

- আপডেট সময় : ০৮:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

এম এ জলিল,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি;
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নারী উন্নয়নকর্মী মিজ শেফালিকা ত্রিপুরা।আজ মঙ্গলবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ১৪ ধারায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের জারি করা আলাদা এক প্রজ্ঞাপনে বলা হয়, জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলিতে অনিয়ম, ঠিকাদারদের বিল আটকে রেখে ঘুষ গ্রহণ এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে।এ ঘটনায় একটি তদন্ত প্রক্রিয়াধীন। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।