খাগড়াছড়িতে উদ্বোধন হলো ব্রাক স্কয়ার এপেক্সের প্রতিষ্টান গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স অফিস
- আপডেট সময় : ১১:০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার খাগড়াছড়ি ;
অত্যান্ত জমকালো আয়োজনে খাগড়াছড়িতে শুভ উদ্বোধন হলো ব্রাক,স্কয়ার,এপেক্সের প্রতিষ্টান গার্ডিয়ান লাইফ ইনসুরেন্সের এরিয়া অফিস।
প্রধান অতিথি: জনাব ওয়াদুদ ভূইয়া
সাবেক এমপি ও সাবেক. চেয়ারম্যান পা.চ.উন্নয়ন বোর্ড।
প্রধান বক্তা: জনাব মাহমুদুর রহমান খান,
এ. এমডি.
বিশেষ অতিথি: জনাব জাফর আহমেদ
এস.ভিপি
বিশেষ অতিথি: জনাব শামিনুল ইসলাম
বি.এস.ভি
বিশেষ অতিথি: জনাব মাইনুদ্দিন নিশু
হেড অফ সেলস্
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গার্ডিয়ানের সম্মানিত গ্রাহক,বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি, কাঠ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন রিসোর্টের মালিক, খাগড়াছড়ি বাজারের সুনামধন্য ব্যাবসায়ীগন,
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া সকলের উপস্হিতে বলেন গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স হলো বিশ্বাসের প্রতিক তাই আপনারা এই ইনসুরেন্স কোম্পানির উপর আস্হা রাখতে পারেন।



















