খসড়া ভোটার তালিকা নিয়ে আলোচনা/২৫

- আপডেট সময় : ১০:৩৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

মো আঃ কুদ্দুস খান,মঠবাড়ীয়া পিরোজপুর।
একটা সভ্য জাতি সভ্য ভোটারদের দ্বারা নেতৃত্বের মাপকাঠি নির্ধারন করা হয়।
কিছু দিন পুর্বে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শেষ হয়।আগামী ০৬/০৮/২৫ ইং তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।প্রতিটা ইউনিয়ন পরিষদে জনগনের জন্য উম্মুক্ত থাকবে খসড়া ভোটার তালিকা এবং তাহা ২১/০৮/পর্যন্ত উম্মুক্ত থাকবে।ভোটারদের তথ্য উপাত্য ভুল থাকলে নির্ধারীত সময় সংশোধন,সংযোজন বিয়োজন করতে পারবেন তালিকা ভুক্ত ভোটাররা।
গত ৩০/০৬/২৫ ইং তারিখ রোজ বুধবার মোঃ সেলিম রেজা নির্বাচন অফিসার মঠবাড়ীয়া এর সভাপতিত্বে,সহকারী নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম এর উপস্হিতিতে উপজেলার সকল সুপার ভাইজারদের নিয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠীত হয়।
এ সময় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালীন সকল প্রকার সহযোগীতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
নির্বাচন অফিসার বলেন বিশেষ করে ৯ নং সাপলেজা ইউনিয়ন এর সুপার ভাইজার আঃ কুদ্দুস খান তার সঠিক নেতৃত্বে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য তিনি প্রসংশার দাবীদার এর জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এ সময় অফিস সহকারী জামাল হোসেন, অপারেটাররা উপস্হিত ছিলেন।