ক্ষুদে কবির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
- আপডেট সময় : ১২:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
নীলফামারীতে ১৬ হাজার ক্ষুদে কবিদের সম্মেলন
নীলফামারীতে ১৬ হাজার ক্ষুদে কবিদের ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতায় ৪শতাধিক ক্ষুদে কবিদের পুরস্কার বিতরণ করেছে স্থানীয় বেসরকারী সংস্থা ভিশন-৪১।
শনিবার (২ মার্চ) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৬ হাজার ক্ষুদে কবিদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের নেতা খ্যাত নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক মুহম্মদ জাফর ইকবাল, জনপ্রিয় নাট্য অভিনেতা ও সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু প্রমুখ।
এ অনুষ্ঠানে স্কুল ভিত্তিক জেলার ১৬ হাজার ক্ষুদে কবিদের ছড়া ও কবিতার চুল ছেড়া বিশ্লেষণ করে ৪শতাধিক ক্ষুদে কবিদের পুরস্কৃত করে সংস্থাটি। ক্ষুদে কবিদের বিভিন্ন ছড়া ও কবিতা সম্বলিত ‘ভোর হলো দোর খোলো’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
পরে ক্ষুদে কবিদের বিনোদনের জন্য আয়োজন করা হয় যাদু প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।