কৃষ্ণপুর বোয়ালমারী গ্রামে বাক্কার গাঁজার রমরমা মাদক ব্যবসা চলছে প্রশাসন নিরব

- আপডেট সময় : ০৯:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার:-নবগঠিত নেহালপুর ইউনিয়নে কৃষ্ণপুর বোয়ালমারী গ্রামে পিতা: মৃত রহিম মিয়া ছেলে মোঃ বাক্কা মিয়া (৪০) রমরমা মাদক ব্যবসা করে আসছে প্রসাশনের নাকের ডগায় আর প্রসাশনের নিরব ভূমিকা পালন করে আসছে।এই মাদক গুলো আসছে সীমান্তে হয়ে খুব সহজে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে। তাতে আরো মাদক ব্যবসায়ী সিন্ডিকেটে শক্ত করে চালাতে পারছে, বিগত ১৭বছর আওয়ামী লীগের সাথে এই বাক্কা পদ নিয়ে কাজ করে,আলী আজগর টগরের নেতৃত্বে বিশাল এক বাহিনী গঠন করে থাকে এলাকায়,সেই আওয়ামী লীগের নেতাদের পাওয়ার দেখিয়ে এলাকায় বড় মাদকের নেটওয়ার্ক তৈরি করে। বাক্কা এলাকায় গাঁজা ব্যবসায়ী নামে পরিচিত,বাক্কা গাঁজা খুচরা ও পাইকারি বিক্রেতা করে থাকে,এই গাঁজা বিক্রি করতে গিয়ে কয় একবার পুলিশের হাতে আটক হয়, কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে চলাফেরা করার জন্য সে বারবার জামিনে মুক্তি পেয়েছে।তার নামে একাধিক মামলা রয়েছে গ্রাম সুএে জানা গেছে। তার এখন আর মাদক ব্যবসা করতে কোনো সমস্যা নেই, সেই সুযোগে এলাকায় ছোটবড় সব বয়সের মানুষের কাছে এই গাঁজা বিক্রি করে থাকে, এতে মানুষের হাতের কাছে পাওয়া যাচ্ছে এই মাদক দ্রব্য,এলাকায় স্কুল কলেজের ছাত্র দের দেখা যাচ্ছে আনাগুনা সবাই এই গাঁজা সেবনের দিকে ঝুঁকে পরেছে, এলাকায় বাসীদের অভিযোগ এই গাঁজা ব্যবসায়ীদের উচ্ছেদ না করা গেলে সমাজের বড় খতির দিকে ঠেলে দিচ্ছে এলাকা গাঁজা বিক্রেতারা।এই মাদকের টাকা যোগাতে এলাকায় চুরি ছিনতাই বেড়ে গেছে তাতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কৃষ্ণপুর বটতলা বাজারে বাক্ক সবসময় বাজারে থাকে এলাকায় পাশে দোস্ত গ্রাম, মল্লিকপাড়া, ডাঃ পাড়া পাশে কয় এক গ্রাম থেকে লোক জন এসে মাদক দ্রব্য গাঁজা নিয়ে যেতে দেখা যায়।এর প্রতিকার জানতে চাই সুশীলসমাজের মানুষ মুক্তি চায় এই মাদকের ধোঁয়া থেকে।