কৃষি জমির টপসয়েল কাটার দায়ে এসিল্যান্ডের অভিযান ও ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
১৮ মার্চ রাত ৮ টায় এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়নে কৃষি জমি টপসয়েল কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলায় ভ্রাম্যমান আদালত।।
অভিযানকালে সঙ্গীয় সোর্স ও আনসার বাহিনীর,সদস্য এবং উপজেলা ভূমি অফিসের স্টাফগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) ও নাজমুন লায়েল জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন টিলা,পাহাড়, জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমিরাবাদ ইউনিয়নে মাটি খেকোরা বেপরোয়া হয়ে,গেছে। সোমবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাটির টপসয়েল কাটার সময় ঘটনাস্থলে গেলে মাটি খেকোরা দ্রুত পালিয়ে যায়। এ সময় টপসয়েল মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ডাম্পার ট্রাক জব্দ করি ও মোহাম্মদ শাহজাহান পিতা জিয়াবুল হোছেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং লোহাগাড়ায় কোন প্রকার মাটি কাটা,টিলা কাটা ও পাহাড় কাটা যাবেনা বলেও তিনি জানান।