কুলিয়ারচরে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৪১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

কুলিয়ারচরে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিষয় এবং “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ স্লোগানটি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ ২০২৪) বিকেল ৪টায়
কুলিয়ারচরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম ।
অনুষ্ঠানটি শুরুতে বিকেল ৪ টার দিকে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিলরুবা আক্তার ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়রাম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা ওসি তদন্ত লুৎফর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী।