ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেড়ে নিল ১ কৃষকের লক্ষ টাকার স্বপ্ন ঢাকা সাভার আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আটক ২ আমদানি-রপ্তানি বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্থ হবে—- সাতক্ষীরায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত মাদক সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত চুয়াডাঙ্গা ভিমরুল্লার চঞ্চলসহ ৩জন গ্রেফতার হারুয়ালছড়ি বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত বন্য খেজুর থেকে ভিনেগার: বাকৃবির গবেষণা যে কারণে বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের দুঃসময়ের বন্ধু হিসেবে স্বীকৃত – স্বরাষ্ট্র উপদেষ্টা নিউজ ৭১ অনলাইন পোর্টালে”প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আশাশুনির হাঁড়িভাঙ্গা বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পিঠা উৎসবে মুখরিত শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯১ বার পড়া হয়েছে
  1. কিশোরগঞ্জে পিঠা উৎসবে মুখরিত শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলে

সাব্বির হোসেন কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের জেলা শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকায় শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে গ্রাম-বাংলার বহুদিনের পুরনো এ ঐতিহ্যকে স্মরণ করতে শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফ্রব্রুয়ারি ) সকাল ১১ টার দিকে শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক , শিক্ষার্থী, অভিভাবক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

শীতের পিঠা বাংলার পিঠা খেতে খুশি বেশ, হরেক রকম পিঠার বাহার আমাদের এই দেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজনটি সম্পন্ন হয়।

এমন ঐতিহ্যবাহি পিঠা তৈরি ভবিষ্যৎ জীবনে কাজে আসবে বলে মনে করেন শিক্ষার্থীরা। তাই এই ধরনের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ শিক্ষার্থী ও অভিভাবকদের।

পিঠা উৎসবকে ঘিরে স্কুল মাঠে বসানো হয় ১০টি স্টল। এসব স্টলে থরে থরে সাজানো ছিল নানা স্বাদের প্রায় ৭৫ রকমের বাহারি পিঠা। শীতের পিঠার মোহময় গন্ধে মাতোয়ারা ছিল পুরো শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ।

উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল- জামদানি পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, আন্দুসা, ভাজা নকশি, মিষ্টি পুলি, কুসুম, বিবিখানা, লবঙ্গ,রসালো নকশি, লতিকা, শাহি ভাপা পিঠা, দুধ চিতই, ঝাল পুলি, গরুর মাংসের সমুচা, মুরগির মাংসের সমুচা, ছানার পুলি, দুধ পুলি, নারিকেল পুলি, পাটিসাপটা, তিল পুলি, ক্ষীরে ভরা পাটি সাপটা, সুজির পোয়া পিঠা, নারিকেলের নাড়ু, নকশি পিঠা, কলা পিঠাসহ বিভিন্ন রকমের সুস্বাদু পিঠার সমাহার নজর কাড়ে সবার।

শিক্ষার্থী জুমা আক্তার জানান, পিঠা উৎসবে গ্রামীণ ঐতিহ্যটাকেই তুলে ধরার চেষ্টা করছি নিজেদের তৈরি শতাধিক জাতের পিঠা নিয়ে স্টলগুলো সাজানো হয়েছে।

ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের যৌথ উদ্যোগে উৎসবের আয়োজনে আগত অতিথিরা বাহারী পিঠা দেখে নানা শ্রুতি মধুর মন্তব্য করেন।

পিঠা উৎসব দেখতে আসা মুক্তা নামের এক শিক্ষার্থী বলেন, শহরের যান্ত্রিকতা ও ব্যস্ততার কারণে পিঠা তৈরির সময় হয়ে উঠে না। ফলে এসব পিঠা ধীরে ধীরে হারাতে বসেছে। কিন্তু এই উৎসবে নানাবাড়ি, দাদাবাড়ির সেই গ্রামের পিঠা খাওয়ার আমেজ অনুভব করছি। খুব সুন্দর আয়োজন। প্রতি বছর এমন আয়োজন করা প্রয়োজন।

অভিভাবক জুমা আক্তার, বলেন, এমন উদ্যোগ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আজকে এমন আয়োজন করা হয়েছে বলেই আমরা সন্তান নতুন নতুন পিঠা দেখতে ও জানতে পারছে। বাসায় যদিও আমরা শীতের সময় নানা ধরেণ পিঠা বানিয়ে খেয়ে থাকি তা মাত্র দুই এক প্রকার। আর পিঠা উৎসবে এখানে অন্তত ৭৫ আইটেমের পিঠা দেখতে পারছি। তাই এই স্কুলের মতো অন্যান্য স্কুলেও এমন আয়োজন করা উচিত।

শিক্ষার্থী লামিয়া মুনতাহা বলেন, আর আগে একসাথে এতো ধরেণের পিঠা কখনো দেখা ও খাওয়া হয়নি। স্কুলে এমন আয়োজনের জন্য আজকে আমরা এতোগুলো নানা ধরণের পিঠার সাথে পরিচিত হতে ও খেতে এবং স্বাদ গ্রহণ করতে পারলাম। প্রত্যাশা করি ধরেণ আয়োজন যেন প্রতিবছর অব্যাহত থাকবে।

শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি বদরুল ইসলাম মুরাদ , নতুন প্রজন্ম এখনো অনেকে পিঠা সম্পর্কে জানেনা। তাই আমাদের বাঙালির সংস্কৃতি পিঠা সম্পর্কে বাস্তব শিক্ষাদানের উদ্দেশ্যেই এই পিঠা উৎসবের আয়োজন। এমন আয়োজন ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান,

পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পিঠা উৎসব নয়, নবান্ন, বসন্ত, বর্ষবরণসহ আমাদের বাঙালি জাতির যেসব সংস্কৃতি ও ঐহিত্য রয়েছে সেগুলোকে চর্চা করা উচিত ও প্রয়োজন তাহলে নতুন প্রজন্ম এগুলো সম্পর্কে জানতে পারবে। আগে আমরা যা দেখেছি ও জেনেছি তা এই প্রজন্মকে জানানোর জন্য এসব আয়োজন করা প্রয়োজন।

সাব্বির হোসেন কিশোরগঞ্জ

জেলা প্রতিনিধি

তারিখঃ ১০,০২,২০২৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

কিশোরগঞ্জে পিঠা উৎসবে মুখরিত শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ

আপডেট সময় : ০৪:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  1. কিশোরগঞ্জে পিঠা উৎসবে মুখরিত শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলে

সাব্বির হোসেন কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের জেলা শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকায় শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে গ্রাম-বাংলার বহুদিনের পুরনো এ ঐতিহ্যকে স্মরণ করতে শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফ্রব্রুয়ারি ) সকাল ১১ টার দিকে শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক , শিক্ষার্থী, অভিভাবক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

শীতের পিঠা বাংলার পিঠা খেতে খুশি বেশ, হরেক রকম পিঠার বাহার আমাদের এই দেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজনটি সম্পন্ন হয়।

এমন ঐতিহ্যবাহি পিঠা তৈরি ভবিষ্যৎ জীবনে কাজে আসবে বলে মনে করেন শিক্ষার্থীরা। তাই এই ধরনের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ শিক্ষার্থী ও অভিভাবকদের।

পিঠা উৎসবকে ঘিরে স্কুল মাঠে বসানো হয় ১০টি স্টল। এসব স্টলে থরে থরে সাজানো ছিল নানা স্বাদের প্রায় ৭৫ রকমের বাহারি পিঠা। শীতের পিঠার মোহময় গন্ধে মাতোয়ারা ছিল পুরো শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ।

উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল- জামদানি পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, আন্দুসা, ভাজা নকশি, মিষ্টি পুলি, কুসুম, বিবিখানা, লবঙ্গ,রসালো নকশি, লতিকা, শাহি ভাপা পিঠা, দুধ চিতই, ঝাল পুলি, গরুর মাংসের সমুচা, মুরগির মাংসের সমুচা, ছানার পুলি, দুধ পুলি, নারিকেল পুলি, পাটিসাপটা, তিল পুলি, ক্ষীরে ভরা পাটি সাপটা, সুজির পোয়া পিঠা, নারিকেলের নাড়ু, নকশি পিঠা, কলা পিঠাসহ বিভিন্ন রকমের সুস্বাদু পিঠার সমাহার নজর কাড়ে সবার।

শিক্ষার্থী জুমা আক্তার জানান, পিঠা উৎসবে গ্রামীণ ঐতিহ্যটাকেই তুলে ধরার চেষ্টা করছি নিজেদের তৈরি শতাধিক জাতের পিঠা নিয়ে স্টলগুলো সাজানো হয়েছে।

ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের যৌথ উদ্যোগে উৎসবের আয়োজনে আগত অতিথিরা বাহারী পিঠা দেখে নানা শ্রুতি মধুর মন্তব্য করেন।

পিঠা উৎসব দেখতে আসা মুক্তা নামের এক শিক্ষার্থী বলেন, শহরের যান্ত্রিকতা ও ব্যস্ততার কারণে পিঠা তৈরির সময় হয়ে উঠে না। ফলে এসব পিঠা ধীরে ধীরে হারাতে বসেছে। কিন্তু এই উৎসবে নানাবাড়ি, দাদাবাড়ির সেই গ্রামের পিঠা খাওয়ার আমেজ অনুভব করছি। খুব সুন্দর আয়োজন। প্রতি বছর এমন আয়োজন করা প্রয়োজন।

অভিভাবক জুমা আক্তার, বলেন, এমন উদ্যোগ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আজকে এমন আয়োজন করা হয়েছে বলেই আমরা সন্তান নতুন নতুন পিঠা দেখতে ও জানতে পারছে। বাসায় যদিও আমরা শীতের সময় নানা ধরেণ পিঠা বানিয়ে খেয়ে থাকি তা মাত্র দুই এক প্রকার। আর পিঠা উৎসবে এখানে অন্তত ৭৫ আইটেমের পিঠা দেখতে পারছি। তাই এই স্কুলের মতো অন্যান্য স্কুলেও এমন আয়োজন করা উচিত।

শিক্ষার্থী লামিয়া মুনতাহা বলেন, আর আগে একসাথে এতো ধরেণের পিঠা কখনো দেখা ও খাওয়া হয়নি। স্কুলে এমন আয়োজনের জন্য আজকে আমরা এতোগুলো নানা ধরণের পিঠার সাথে পরিচিত হতে ও খেতে এবং স্বাদ গ্রহণ করতে পারলাম। প্রত্যাশা করি ধরেণ আয়োজন যেন প্রতিবছর অব্যাহত থাকবে।

শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি বদরুল ইসলাম মুরাদ , নতুন প্রজন্ম এখনো অনেকে পিঠা সম্পর্কে জানেনা। তাই আমাদের বাঙালির সংস্কৃতি পিঠা সম্পর্কে বাস্তব শিক্ষাদানের উদ্দেশ্যেই এই পিঠা উৎসবের আয়োজন। এমন আয়োজন ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান,

পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পিঠা উৎসব নয়, নবান্ন, বসন্ত, বর্ষবরণসহ আমাদের বাঙালি জাতির যেসব সংস্কৃতি ও ঐহিত্য রয়েছে সেগুলোকে চর্চা করা উচিত ও প্রয়োজন তাহলে নতুন প্রজন্ম এগুলো সম্পর্কে জানতে পারবে। আগে আমরা যা দেখেছি ও জেনেছি তা এই প্রজন্মকে জানানোর জন্য এসব আয়োজন করা প্রয়োজন।

সাব্বির হোসেন কিশোরগঞ্জ

জেলা প্রতিনিধি

তারিখঃ ১০,০২,২০২৪