কালিয়াকৈরে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৩:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
কালিয়াকৈরে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নিজেস্ব প্রতিনিধি :
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”
এই স্লোগানকে সামনে নিয়ে সামাজিক কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো।
গতকাল বুধবার কালিয়াকৈর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রজত বিশ্বাস, (উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কালিয়াকৈর, গাজীপুর)। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মোঃ হারুনুর রশিদ খান (উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুর), জনাব নাজমুল (সহকারি পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুর), আলকাছ উদ্দিন আহমেদ (প্রধান শিক্ষক গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়)।
এ প্রশিক্ষণশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস বলেন, সমাজ উন্নয়নে যুবকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ হতে হবে, এবং যার যার অবস্থান থেকে সমাজের যুবরা যদি সমাজ গঠনে ভূমিকা রাখে তাহলে দেশ এগিয়ে যাবে।
পরে উপজেলার কালিয়াকৈরে অবস্থিত “প্রতিশ্রুতি যুব সংঘ” পরিদর্শন করেন। এবং প্রতিশ্রুতি যুব সংঘের সদস্যরা তাদের নানা উন্নয়নমূলক কর্মকান্ড ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনে আগত অতিথিদের অবহিত করেন।