কালিয়াকৈরে “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৮:৪১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
” নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে ৮ মার্চ সকালে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রজত বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর সাহিত্য পরিষদের সভাপতি এইচ এম উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার নির্বাচিত জয়িতাগণ, উপজেলার বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।