কালিগঞ্জ উপজেলা জুড়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত, উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

- আপডেট সময় : ০৮:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আলোচিত বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ও বন্ধু মহল ক্লাবের বর্ণাঢ্য আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও ৭ দিনব্যাপী পঞ্চমী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার( ৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পূজা মন্ডপে সরস্বতী পূজার অঞ্জলি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার নারী, পুরুষ সনাতন ধর্মালম্বীরা। ৭ দিনব্যাপী পঞ্চমী মেলা উদ্বোধন ও মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ।এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) অমিত কুমার বিশ্বাস, তার মাতা গৌরী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী ডাঃ অতিশ কুমার বাছাড়, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লা কায়সার সুমন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আজিজুর রহমান, তাঁতি দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, বন্ধু মহলের উপদেষ্টা বিশ্বজিৎ সরদার, বিষ্ণুপুর প্রান্তিক সংঘের শ্যামল কুমার, ব্র্যাক ব্যাংকের ফার্ম সিইও মোহন অধিকারী, নয়ন দাস প্রমূখ। বিশেষ করে বিষ্ণুপুর প্রান্তিক যুব সংঘের আয়োজনে বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ধর্ম যার যার অংশগ্রহণ সবার এই মূল মন্ত্র নিয়ে নাটক গান সংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে সম্মিলিত উৎসব পালিত হয়। এছাড়াও বিদ্যাদেবী জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুযা মণ্ডল। এরপর তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি কলেজ রকেয়া মনসুর মহিলা কলেজ, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ,শিমু রেজা এমপি কলেজ ,কুশুলিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ,নলতা মাধ্যমিক বিদ্যালয়, তারালি মাধ্যমিক বিদ্যালয় ,আলাউদ্দিন ডিগ্রি কলেজ, মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর তারকনাথ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।