সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা কালিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
মোঃ আব্দুল মালেক,নিজেস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ নাজিমগঞ্জে আলোচিত অবৈধ স্থাপনা সাইদুল বস্ত্রালয়ের দোকান ভেঙে ফেলা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের নির্দেশে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে অবৈধ উচ্ছেদের অভিযান চালানো হয় বুধবার (০৪ ডিসেম্বর) সকালে ।
গতকাল সরকারি কর্মকর্তাদের কাজে বাধা এবং তাদের সাথে অসদাচরণ করায় আজ প্রকাশ্যে ১/ সাইদুর রহমান মোড়ল(বড়),২/ মনিরুল ইসলাম মোড়ল (মেজো),৩/ সিরাজুল ইসলাম মোড়ল(ছোট),পিতা- সুরতআলী মোড়ল উজয়মারী, মথুরেশপুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারীকে ক্ষমা চাইতে হয়েছে।
এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে কালিগঞ্জ এসি ল্যান্ড সাংবাদিকদের জানিয়েছেন।