কালিগঞ্জে কুশুলিয়া’ ও বিষ্ণুপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫ নং কুশুলিয়া ইউনিয়ন এর তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।“এস দেশ বদলায় পৃথিবী বদলায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে (৮জানুয়ারি ২০২৫) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে (ইউপি) চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ আমির হামজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম।উপজেলা ছাত্র সমন্বয়ক মারুফ হাসান ও আবু ঈছা,ইউপি সদস্য ফারুক হোসেন,মোঃ আবু মুসা সরদার,শেখ খায়রুল আলম,শাহিদুর রহমান,মোঃ মনিরুল ইসলাম, আব্দুল হাকিম সরদার,আব্দুল গফ্ফার সরদার, কাজী রবিউল ইসলাম,মোঃ সিরাজুল ইসলাম, ইউপি সদস্যা মোছাঃ আকলিমা খাতুন,মোছাঃ তাহমিনা খাতুন,মোছাঃ জ্যোৎস্না বেগম,ইউপি সচিব মোঃ কামরুল হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শেখ মহিউদ্দিন বাবু প্রমূখ।
অত্র ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রসমন্বয়কদের তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সকলের পরামর্শ লিপিবদ্ধপূর্বক শোনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া একই দিনে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ছাত্র সমন্বয়ক আমির হামজার সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।