কালিগঞ্জে এসিআই চিংড়ি প্রক্রিয়াজাতকরন ফ্যাক্টরি থেকে পুশকৃত আটক ১৩০০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

- আপডেট সময় : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাভীয়, প্রতিনিধি:-
বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা ১৩০০ কেজি মাছ আটক করে বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান গ্রামে অবস্থিত এসিআই চিংড়ি প্রক্রিয়াজাত করণ ফ্যাক্টরি সামনের থেকে। দীর্ঘদিন যাবত পুষস্কৃত বাগদা চিংড়ি এসিআই প্রক্রিয়াজাত করণ ফ্যাক্টরিতে ক্রয় করে বিদেশে রপ্তানি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এফ,আই, কিউ ,সি অধিদপ্তরের খুলনা কোয়ারেন্টাইন অফিসার রুহুল আমিনের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সমন্বয় উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ফ্যাক্টরির সামনে নিয়ে আসা বিভিন্ন ফুড়িয়ার থেকে ১৩০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ।ওই সময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মৎস্য ফড়িয়ারা মাছ ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছ এনে উপজেলা সদরের কাকশিয়ালী নদীর চরে উন্মুক্ত স্থানে মাটির নিচে পুঁতে বিনষ্ট করে ।জব্দকৃত মাছের বাজার মূল্য রায় ১৩ লক্ষ টাকা।