সংবাদ শিরোনাম :
কালিগঞ্জের কোলিযোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আকর্ষণীয় মেলা

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে

বিউটি খাতুন, স্টাফ রিপোর্টার বাংলাদেশঃ
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কোলিযোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আকর্ষণীয় নববর্ষ উপলক্ষ্যে আকর্ষণীয় মেলা বসেছে। স্থানীয় জনগণের কাছে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও নববর্ষ উপলক্ষ্যে এখানে মেলা বসেছে। এখানে গৃহস্থালি থেকে শুরু করে খাবার, পোশাক পরিচ্ছদ সকল ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। সকাল সাতটা থেকে রাত নয়টা এ মেলা থাকবে। এই মেলা নিয়ে আমরা সবাই আনন্দিত। দোকানদার সাত্তার বলেন, আমরা বালিয়াডাঙ্গা বাজার থেকে এখানে এসেছি। অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রির হার কম। তবে মেলা উপলক্ষ্যে জনগণের মুখে যে হাসি তাতে আমি আনন্দিত।