কালকিনিতে নকল করার দায়ে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার
- আপডেট সময় : ০৩:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
কালকিনিতে নকল করার দায়ে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের কালকিনিতে ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময় নকল করার দায়ে সোয়ান বেপারী ও সুলতানা নামে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কার হওয়া সোয়ান বেপারী কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও সুলতানা উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকে হাতেনাতে নকল পেয়ে বহিস্কার করা হয়।
জানাগেছে, সারাদেশের ন্যায় সকাল ৯টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে এসএসসি পরীক্ষা ২০২৪ইং শুরু হয়। এ পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। এসময় কলেজের ২১০ নম্বর হলে বসে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোয়ান বেপারী পরীক্ষা চলাকালে নকল করে। অপরদিকে একই সময় কলেজের ২০১ নম্বর হলে মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুলতানা পরীক্ষা চলাকালে অসাধুপায় অবলম্বন করে। এ বিষয়টি পরীক্ষা হলে ডিউটিরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের নজরে আসলে তিনি তাদের দুজনকেই একই সঙ্গে পরীক্ষা থেকে বহিস্কার করে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান জানান, এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী সোয়ান ও সুলতানাকে নকল করা অবস্থায় হাতেনাতে ধরেছি। তাই তাদের পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে।