কাটিয়া আমতলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার কাটিয়া নবনূর এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতা–কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে পৌর যুবদলের সদস্য সচিব মাছুম রানা সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
তিনি তাঁর বক্তব্যে বলেন,“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় আজ শুধু বিএনপি নয়, সমগ্র দেশের মানুষ দোয়া করছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাব।”
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য মাছুম বিল্লাহ শাহিন, সাবেক জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ওলামাদলের সেক্রেটারি সাইফুল্লাহ কাফী। শেষ পর্যায়ে
ওলামাদলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের সার্বিক শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।


















