কদমতলা বাজারে নিজস্ব অর্থায়নে (সিসি) ক্যামেরা লাগিয়ে দিলেন ফজলুর রহমান

- আপডেট সময় : ০২:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধি:-
নিজের শখের মোটরসাইকেল কেনার গচ্ছিত ২৫০০০০/=হাজার টাকা ব্যয়ে কদমতলা বাজারে সার্বক্ষণিক নজরদারীর জন্য বাজারের গুরুত্বর্পূণ স্থানে ৩২টি সিসি ক্যামেরা লাগিয়ে দিলেন চেয়ারম্যান পদ-প্রার্থী ফজলুর রহমান।কদমতলা বাজার বহুদিনের পুরাতন একটি বাজার। এখানে ২০৫টি দোকান আছে।
কদমতলা বাজার কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন বলেন, বাজারের কয়েক বার চুরির ঘটনা ঘটলেও অপরাধীকে সনাক্ত করা যায়নি সিসি ক্যামেরা না থাকায়। (সিসি) ক্যামেরা লাগানোর ফলে অপরাধ দমন ও অপরাধীদের সহজেই আইনের আওতায় আনা যাবে । এবং ফজলুর রহমানের নিজস্ব অর্থায়নে এমন একটি ভাল উদ্দ্যেগ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কদমতলা বাজারের দোকানী মোঃ আনারুল ইসলাম বলেন, সিসি ক্যামেরা লাগিয়ে কদমতলা বাজারের পিরাপত্তা জোরদার হয়েছে। বাজারে চুরিসহ নানা অপরাধ কমে যাবে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগিয়ে ফজলুর রহমান একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ১১নং রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ওর্য়াড/পাড়া মহল্লায় উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং চলাচল অযোগ্য ভাঙা রাস্তা সংস্কার করে দিচ্ছেন।
তার এর উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবেই মনে করছেন স্থানীয় সচেতন মানুষজন।