সংবাদ শিরোনাম :
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” তারুণ্য উৎসব –২০২৫

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদঃ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন ফটিকছড়ি। র্যালিটি উপজেলা পরিষদ হতে আরম্ভ হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে আসে। র্যালি পরবর্তী আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা জহরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। উপস্থিত ছিলে মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও ডাঃ আরেফিন আজিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর সিদ্দিকী, ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা, অফিসার ইনচার্জ, ফটিকছড়ি থানা সহ সংশ্লিষ্ট সকলে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পল্লবী খাস্তগীর।