এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে কুশল বিনিময় ও ইফতার করলেন পুনাক, চুয়াডাঙ্গার সদস্যবৃন্দ

- আপডেট সময় : ০৫:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার আয়োজনে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে সরকারি শিশু পরিবারে কুশল বিনিময় ও ইফতার করেন মিসেস জান্নাতুল ফেরদৌস, মিসেস পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী, চুয়াডাঙ্গাসহ পুনাকের অন্যান্য সম্মানিত সদস্যগণ।পুনাক সভানেত্রী বলেন, ছোট্ট সোনামণিদের সঙ্গে ইফতার করতে পারার অনুভূতিটা অন্যরকম। তাদের মুখের মায়ায় আমাদের মন ভরে গেছে। তাদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন মিসেস জোবায়দা আক্তার, সাধারণ সম্পাদিকা, পুনাক, চুয়াডাঙ্গা; মিসেস সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ, পুনাক, চুয়াডাঙ্গা; জনাব জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);চুয়াডাঙ্গা; জনাব হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা।