সংবাদ শিরোনাম :
এখন মোহাম্মদপুর এলাকায় তিন রাস্তা মোড় হকার্স দের দখলে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
এখন মোহাম্মদপুর এলাকায় তিন রাস্তা মোড় হকার্স দের দখলে এই তিন রাস্তা মোড় থেকে আল্লাহ্ করিম পযর্ন্ত হকার্স রা রাস্তা দখল করে আছে।
এ টাকা নিচ্ছে কারা। পুলিশ ও যুবলীগ টাকা তুলে। এ টাকা ভাগ উপরের মহল পায়।
এখন এ মোহাম্মদপুর এলাকায় যানজট লেগে থাকে।
ঢাকা শহর এ হকার্স দের সংখ্যা বেরে চলছে।
এর পিছনে কাদের হাত তা অনেকে জানে। প্রশাসন কোন কিছু করছে না।
যুবলীগ পুলিশ সিটি কর্পোরেশন ও আরও উপরে লোক জড়িত। তাই হকার্স রা দিন দিন রাস্তা দখল করে নিচ্ছে।