ঋণের বোঝা, স্বামী নিরুদ্দেশ ও মানবেতর জীবন শামসুন্নাহার বেগমের

- আপডেট সময় : ০৬:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি, রংপুর:- করোনাকালীন অর্থনৈতিক ধাক্কা এখনো টানছে দেশের বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পরিবার। এমনই এক চিত্র উঠে এসেছে রংপুরের মিথিলা মেডিসিনের পক্ষ থেকে IDLC Finance PLC-তে জমা দেওয়া এক আবেদনে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা আলীর স্ত্রী মোছাঃ শামসুন্নাহার বেগম সুদ মওকুফ ও ঋণ ক্লোজ করার আবেদন জানিয়েছেন প্রতিষ্ঠানটির রংপুর শাখা ব্যবস্থাপকের নিকট।
আবেদনে বলা হয়, করোনা মহামারির সময় ব্যবসায় মন্দা দেখা দিলে মোস্তফা আলী নিয়মিত কিস্তি পরিশোধে ব্যর্থ হন। ঋণের চাপে পড়ে দীর্ঘদিন ধরে তিনি নিরুদ্দেশ, আর পরিবারের দায়িত্ব এসে পড়ে স্ত্রী শামসুন্নাহার বেগমের কাঁধে। বর্তমানে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
শামসুন্নাহার বেগম জানান, লোনের বিপরীতে সুদসহ বহু টাকা পরিশোধ করা হয়েছে, কিন্তু কিছু উদ্বৃত্ত সুদ এখনো বাকি আছে যা পরিশোধ করা তাঁদের পক্ষে অসম্ভব। ফলে মানবিক বিবেচনায় অতিরিক্ত সুদ মওকুফ করে লোনটি বন্ধ করে প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে চলমান মামলাও প্রত্যাহার করার আবেদন জানান তিনি। অদ্য আবেদনটি , ১০ ই এপ্রিল ২০২৫ ইং, বৃহস্পতিবার জমা দেওয়া হয়।