সংবাদ শিরোনাম :
প্রচ্ছদ /
অর্থনীতি, আইন-আদালত, আন্তর্জাতিক, কৃষি ও প্রকৃতি, ক্যাম্পাস, খেলাধুলা, গণমাধ্যম, চাকরি, জাতীয়, টপ টেন, তথ্যপ্রযুক্তি, দেশজুড়ে, ধর্ম, নারী ও শিশু, প্রবাস, ফিচার, বিনোদন, বিশেষ প্রতিবেদন, ভ্রমণ, মতামত, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, সাহিত্য, স্বাস্থ্য
উজিরপুরে ৫ কেজি গাজাসহ র্যাবের হাতে দুই মাদক কারবারি গ্রেফতার।
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
উজিরপুরে ৫ কেজি গাজাসহ র্যাবের হাতে দুই মাদক কারবারি গ্রেফতার।
বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৫ কেজি ২৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)।
২ মার্চ শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদীতে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়- শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ইচলাদীতে টোল প্লাজায় আলিফ পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি রিপন ও লিমনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা দায়ের হয়েছে আসামিদের বরিশাল জেল হাজতে প্রেরণ করা হবে।