সংবাদ শিরোনাম :
ঈদুল আযহা নিয়ে অন্য কিছু বরিশাল জেলা প্রতিনিধির প্রতিবেদনে

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

♥কুরবানী❤️
মোঃ হাবিবুর রহমান
মোঃ সোহেল রানা
বরিশাল জেলা প্রতিনিধি:-
বিধাতাকে রাজী-খুশির জন্য
করবো পশু কুরবানী,
হিংসা-বিদ্বেষ দূর করে আজ
মূছে ফেলবো সব গ্লানি।
লোক দেখানোর জন্য কভু
করবোনা এই কুরবানী,
কুরআন-হাদীসের সঠিক নিয়ম
আমরা যেনো সব মানি।
নিজে খাওয়ার নিয়াতে কেহ
করবোনা এই ত্যাগ,
গরীব-দুঃখী লোকের জন্যেও
রাখবো কিছু ভাগ।
যেমন কুরবানী করে ছিলেন
ইব্রাহীম খলিলুল্লাহ,
প্রিয় ইসমাইলকে ত্যাগের চেষ্টা
কবুল করলেন আল্লাহ।
স্বপ্নে আদিষ্ট হুকুম পালনে
বিলম্ব ছিলোনা বিন্দু ,
যার কারণে হয়ে ছিলেন তিনি
বিধাতার প্রিয় বন্ধু।
নিজ সন্তানের গলায় ছুরির
আদেশ করেন পালন,
সেদিন থেকেই শুরু হলো এই
কুরবানীর প্রচলন ।