ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে

মোঃ মিলন মিয়া,স্টাফ রিপোর্টার বাংলাদেশ:-
“ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা” এ স্লোগানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় মাদারগঞ্জ থানা মোড়ে আইএবি কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসন এর এমপি প্রার্থী হাফেজ মাওলানা বুরহান উদ্দিন।
প্রধান বক্তা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুহা. নাহিদ খান। বিশেষ বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও সেক্রেটারি মুফতী আব্দুর মান্নান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ রব্বানি। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ শামসুদ্দীন শ্যামল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম.কে. সাইফুল্লাহ আনছারী। বাংলাদেশ দ্বীনি সংগঠন মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ কারী নজরুল ইসলাম ও সদস্য মুহা. মাসউদুর রহমান শামীম। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা তরিকুল ইসলাম সুলতান, জাতীয় শিক্ষক ফোরাম মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহা. আইয়ুব আলী সহ, পৌর, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মুহা. রাইসুল ইসলাম ও সঞ্চালনায় যুগ্ম আহবায়ক মুহা. মিজানুর রহমান খালিদ।
সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে ইসলামী ছাত্র আন্দোলন মাদারগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি মুহা.রাইসুল ইসলাম, সহ সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ বায়োজিদ এবং সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ এর নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। শপথ বাক্য শেষে দোয়া করা হয়।