সংবাদ শিরোনাম :
ইসরায়েলে ইরানি হামলার নিন্দা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

মো:হাবিবুর রহমান হাবিব, যশোর জেলা প্রতিনিধি:-
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) ইরানি হামলা শুরুর পর তিনি এই নিন্দা জানান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে ঋষি সুনাক বলেছেন, এই হামলা উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার ঝুঁকি উসকে দিতে পারে। ইরান আবারও প্রমাণ করেছে, তারা নিজের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তিনি আরও বলেছেন, ইসরায়েল এবং জর্ডান ও ইরাকসহ সব আঞ্চলিক অংশীদারের পাশে থাকা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মিত্রদের পাশাপাশি আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং আরও উত্তেজনা রোধ করতে জরুরিভাবে কাজ করছি। কেউ আর রক্তপাত দেখতে চায় না।
















