ইফতারের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বুটেক্সে গণ-ইফতার কর্মসূচী
- আপডেট সময় : ০২:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
ইফতারের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বুটেক্সে গণ-ইফতার কর্মসূচী
স্টাফ রিপোর্টার:-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ-ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন।
আজ বুধবার (১৩ মার্চ) রমজানের দ্বিতীয় দিনে বুটেক্স কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থীরা এই গণ-ইফতার কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দুটি ক্যাম্পাসে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাঙালি মুসলিম সংস্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। এর প্রতিবাদে এই গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে ইফতার আয়োজনে অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এর প্রতিবাদে মানববন্ধন ও গণ-ইফতার কর্মসূচির ঘোষণা দেন।